রক্তকরবী-------পর্বঃ০৪
✎মহিরূহ সেনগুপ্ত .."হ্যাঁ! অনিন্দ, অফিসে কোনো অসুবিধে নেই তো,সব ঠিক ঠাক চলছে তো?" আমি একটু স্বস্তির সাথে উত্তর দিলাম,হ্যাঁ হ্যাঁ স্যার সব ঠিক আছে।এতক্ষনে আমার রাগটা একটু পরেছে,তাই জিজ্ঞেস করলাম এবার,কি হয়েছে স্যার? তখন বল্লেন বিপদে পরেছেন,জানতে পারি,কি হয়েছে! উত্তরে তিনি যা বল্লেন তাতে আমার চোখের সামনে ঘন আঁধার নেমে এল। তিনি বল্লেন,"আরে আমার শালির মেয়ে 'করবী'-কে তো তুমি চেনো,রিয়া-র বিয়েতে পরিচয় হয়েছিল তো তোমাদের!" শোনার পর হার্টবিট টা হঠাৎ করে চরম পর্যায় পৌঁছেগেলো,গলদঘর্ম অবস্থায় ভাঙা ভাঙা গলায় বল্লাম,"আজ্ঞে! হয়েছিল তো"। উনি আবার বলতে শুরু করলেন,কিন্তু এর পর যা শুনলাম তাতে আমার সমগ্র চেতনার অবলুপ্তির পরিস্থিতির সৃষ্টি হয়।উনি বলেন," আজ সকালে ওর একটা সিয়াস্ অ্যাক্সিডেন্ট হয়েছে,অবস্থা ভাল নয়..আমরা এখুনি ভেলোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।তাই কষ্ট হলেও একদিন অফিসটা তোমাকেই সামলাতে হবে,এটা জানানোর জন্যই ফোনটা করেছিলাম,আচচ্ছা! আমরা রওনা দিচ্ছি,রাখছি এখন"। বলেই উনি ফোনটা কেটে দিলেন। আমার মথায় তখন বাজ পরার অবস্থা।শত চিন্তা মাথায় আসছি...