স্বামী বিবেকানন্দ
হে বীর সন্ন্যাসী, হে কর্মবীর.
তোমার জ্ঞানের সীমানার নাই কোনো তীর.
তুমি হলে যুবসম্প্রদায়ের একমাত্র অগ্রদূত.
তুমিই নামিয়েছো যুবকদের কাঁধ থেকে
আলস্য, ক্লান্তি নামক ভূত.
মানুষকে মূল্যবোধ শিখিয়েছে
তোমার ওই অমৃতবাণী.
ভারতবাসীর প্রতি তোমার এই উপকার
ভোলা যায়না আমরা সবাই তা জানি.
হে ভারতবাসী, মুচি, মেথর আমার ভাই.
জাতপাত নির্বিশেষে ভালোবাসার শিক্ষা
তোমার কাছ থেকেই পাই.
শিকাগো সন্মেলনে তোমার জন্যই ভারত পেলো
বিশ্ব সর্বোচ্চ স্থানI
কখনই ভোলা যাবেনা ভারতের প্রতি তোমার এই অমূল্য দান.
হে বীর সন্ন্যাসী, হে কর্মবীর তুমিই হলে সঠিক.
তোমায় নিয়ে চললে কেও হবেনা বেঠিক.
তুমিই আদি তুমিই সত্য এই ধরাধামে.
তাই তো মানুষ সুগঠিত হবে তোমারই সৎনামে.
হে বীর সন্ন্যাসী, হে কর্মবীর
তোমার ওই দুই চরণে দিও আমায় ঠাঁই.
তোমার আশীর্বাদ আমি যেনো সর্বদা পাই.
✎✎✎
Comments
Post a Comment