Be Our Friend

যদি সত্যিই খোঁজো

 


জানি দূরত্বটা এক আলোকবর্ষ অনেকটা বেশি,
তবুও রেখে গেলাম এই ডাইরির পাতা খানি
যদি সত্যিই খোঁজো ।।
জানি পড়বে না তাও লিখে গেলাম কিছু কথা,
যে কথা অনেক চেষ্টার পরেও বলা হয়নি লিখে গেলাম তাই
যদি সত্যিই খোঁজো ।।
অপেক্ষায় ছিলাম কিন্তু তুমি আসোনি।
ছিল না দোষ কারোরই শুধু বুঝে ছিলে ভুল তুমি
লিখে রাখলাম তাই যদি সত্যি খোঁজো ।।
"" বদলে গেছি আমি।
আজকাল কাঁদতে ইচ্ছে করে খুব,
একটু আড়াল হলেই মন খারাপ গুলো যেন ভিড় করে এসে কাঁদতে বলে।
 কেঁদেও যাই।
ভালো লাগে বেশ।
আজকাল তর্কে জড়াই না কথায় কথায়,
চুপ করে শুধুই শুনতে ভালো লাগে,
কারোর ওপর রাগ করিনা হুটহাট।
আজকাল আর জোর করে হাসতে হয় না।
যে ইগো টা ছিল সেই ইগোটাও নিজের
"ই" কে ছেড়ে "গো" করেছে।
কিন্তু এতটা বদলে বুঝেছি, বরাবরের মতই আজও
আমি একা ।।
হয়ত একাকীত্বই পরিণতি ছিল ।
তাই একাকিত্বই আজ খুব প্রিয় ।।""

তুমি কোনদিন বুঝতে চাও নি , আমিও বোঝাতে চাইনি।
তুচ্ছ প্রয়াসে বোঝাতে চাইলাম , 
এই ডায়ারির পাতায়।
বুঝতে পারলে চিঠি পাঠিও, পৃষ্ঠা শেষে কোণের ঠিকানায়।
যদি সত্যিই খোঁজো আমায় ।।
  
 ইতি - বদলে যাওয়া আমি।


Comments

Popular Posts

Wave Us @