নজরুল স্মরণে
হে মহান, হে কর্মবীর, কোথা তুমি আজ
কোথা তোমার বিদ্রোহী রণসাজ
আজিকার দিনে প্রয়োজন তোমার,
শিখ বড়ো জাতি করে দলাদলি
কে ভাঙাবে তাদের ভুল?
কি বলে বুঝাবে তাদের?
মনুষ্য সমাজে ঘোর অত্যাচার
যে দিনই তাকাই খবরের কাগজে
অস্ত্রের আঘাতে হয় শত শত মৃত্যু,
কে দেবে তাদের সান্ত্বনা?
স্বাধীন মাতৃভূমির একি লাঞ্ছনা?
বড়ো প্রয়োজন আমাদের
ডাক দিনু তাই তোমারে
ফরিয়াদ বলে প্রমান করিবে কে?
লাঞ্চিত সমাজ তুমি ছাড়া
আর কাহাকে জানে?
তোমায় তো পাবো না বিদ্রোহী
মৃত্যু শুধু ছিনিয়ে নিয়েছে নিয়তি
আমাদের স্মৃতিপটে তবু তোমার প্রতিচ্ছবি..
Comments
Post a Comment