Be Our Friend

জন্মান্তর

আবৃত্তিতে : অনন্তা



video



কবিতা: জন্মান্তর

লেখায় ও সম্পাদনায়: আকাশ
আবৃত্তিতে ও পরিবেশনায়: অনন্তা

নতুন শতাব্দীতে আবারো আমাদের জন্ম হবে।
আমি হব জাতিস্মর।
হাজার ভিড়ে তোমার সেই চেনা গন্ধ, চেনা চাহনি, চেনা স্পর্শ...
 খুঁজে পাবো ঠিক
এই জন্মের যা কিছু থাকবে অসম্পূর্ণ,
তা সব  মিটিয়ে দেব আগেই,
আমি না হয় আরেকটু ভালোই হব।
এবার virtual site এ না, 
এক বিকেলে, খোলা আকাশের নিচে হঠাৎ ই আমাদের দেখা হবে।
তুমি না হয় নীল পাঞ্জাবি ই পড়ব,
আমি? বাসন্তী রঙের শাড়ি।
আর ঘরে ফেরা পাখিদের ডাক মনে করাবে,
দিনের শেষ,
আমাদের ও ঘরে ফিরতে হবে এবার।
 







Comments

Popular Posts

Wave Us @